প্রথম
বাঙালী মহিলা :-
1. এম.বি এ পাশ করেন ?
Ans:- ভার্জিনিয়া মেরী মিত্র।
2. ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হন ?
Ans:- হেমপ্ৰভা মজুমদার।
3. ব্যারিস্টার?
Ans:- রেজিনা গুহ।
4. বুকার পুরষ্কার বিজয়ী ?
Ans:-
অরুন্ধতী
রায়।
5. প্রথম মহিলা চিকিৎসক এম.আর.সি.পি লাভ করেন ?
Ans:- কাদম্বিনী গাঙ্গুলি।
6.
বহিভারতে নৃত্যকলায় বিখ্যাত হন ? Ans:- নগেন্দ্ৰবালা দেবী।
7.
এশিয়ার্ডে দৌড়ে স্বর্ণপদক জয়ী ? Ans:- জ্যোতির্ময়ী শিকদার।
8.
বার্লিন বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ? Ans:- প্রভাবতী দাশগুপ্তা।
9.
ফরাসি ও ল্যাটিন ভাষায় কবিতা লেখেন ? Ans:-
তরু
দত্ত ও অরু দত্ত।
10. সংবাদপত্রের সম্পাদিকা হন ?
Ans:-
ভুবনমোহিনী
দেবী।
11. প্যারাসুটে অবতরণ করেন ?
Ans:-
শ্রীমতি
গীতা চন্দ।
12.
প্রাদেশিক সরকারের মন্ত্রীত্ব করেন ? Ans:- রেণুকা রয়।
13. পাইলট ?
Ans:- শ্রীমতি দূর্বা বন্দ্যোপাধ্যায়।
14. ইংরেজি কবিতা লিখে খ্যাতি অর্জন করেন ?
Ans:- সরোজিনী নাইডু।
15.
ইংলিশ চ্যানেল সাতরে পার হন ? Ans:- শ্রীমতি আরতি সাহা |
16. দেশরক্ষা বিভাগে যোগ দেন ?
Ans:-
লীলা
ঘোষ।
17.
আমেরিকায় ঘোড়দৌড়ে জয়ী হন ?
Ans:-
গায়ত্রী
দেবী।
18. অবৈতনিক ম্যাজিস্ট্রেট ?
Ans:- প্রভা বন্দ্যোপাধ্যায়।
19. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনার্স গ্র্যাজুয়েট ?
Ans:- কেতকী কুশারী ডাইসন।
20. বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন ?
Ans:- ডঃ রমা চৌধুরী।
21.
পি.আর.এস ? Ans:- রমা মজুমদার।
22. বিশ্ব দাবাড় খেতাব প্রাপ্তা ?
Ans:- আরতি রামস্বামী।
23. অনার্স গ্র্যাজুয়েট ?
Ans:- কামিনী রায়।
24.
জেলাশাক? Ans:- রাণু ঘোষ।
25.
চলচ্চিত্রে অভিনয় করেন গ্র্যাজুয়েট অভিনেত্রী ? Ans:-
কঙ্কাবতী
সাহু।
26. সর্বাপেক্ষা কম বয়সে ম্যাট্রিক পাস ও গ্র্যাজুয়েট ডিগ্রি লাভ করেন ?
Ans:-
বাণী
ঘোষ।
27. শহীদ হন ?
Ans:- প্রীতিলতা ওয়াদ্দেদার।
28. গ্র্যাজুয়েট হন ?
Ans:- কাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখী বসু।
29.
লেনিন্ শান্তি পুরস্কার লাভ করেন ? Ans:- অরুণা আসফ আলি৷
30.
লোকসভার সদস্য নির্বাচিত হন ?
Ans:- শ্রীমতি সুচেতা কৃপালনী।
31. রবীন্দ্র পুরষ্কার পান ?
Ans:-
শ্রীমতি
আশাপূর্ণা দেবী।
32.
কলিকাতা হাইকোর্টের বিচারপতি ?
Ans:- শ্রীমতী পদ্মা খাস্তগির ও শ্রীমতী মঞ্জুলা বসু।
33.
কলিকাতা কর্পোরেশনের কাউন্সিলার ? Ans:- সরোজিনী দে।
34. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় সর্বোচ্চ স্থান লাভ করেন ?
Ans:-
কনক
পুরকায়স্থ।
35. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে ডক্টরেট ?
Ans:- গায়ত্রী গুহরায়।
36. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পি.এইচ.ডি ?
Ans:- সুরমা মিত্র।
37. মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ?
Ans:-
ইলা
মজুমদার।
38.
মন্ত্রী ? Ans:- শ্রীমতী সুচেতা কৃপালনী।
39. এরোপ্লেনে যাত্রী ?
Ans:- মৃণালিনী সেন।
40. ভারতীয় কংগ্রেসের সদস্যা ?
Ans:-
স্বর্ণকুমারী
দেবী।
41. ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রী ?
Ans:- সরোজিনী নাইডু।
0 Comments
Thanks you ❤️