Ticker

6/recent/ticker-posts

200 Previous Year GK Part 1

1)ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন?
A)রামদাস
B)তেগ বাহাদুর
C)অর্জুনদেব
D)গােবিন্দ সিং

2)সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয়?
A)1926 সালে
B)1936 সালে
C)1946 সালে
D)1956 সালে

3)কীসের জন্য গান্ধীজী চম্পারণ আন্দোলন করেছিলেন?
A)হরিজনদের অধিকার সুরক্ষা
B)আইন অমান্য আন্দোলন
C)হিন্দু সমাজের ঐক্যরক্ষা
D)নীল চাষিদের সমস্যার সমাধান

4)লাহাের কংগ্রেস (1929)-এর উদ্দেশ্য ছিল
A)ভারতের জন্য স্বশাসন
B)ভারতের জন্য যুক্তরাষ্ট্রীয় শাসন
C)ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা
D)ভারতের জন্য আঞ্চলিক স্বায়ত্তশাসন

5)“আকবরনামা” কে লিখেছিলেন?
A)আবুল ফজল
B)ফৈজি
C)শেখ মুবারক
D)তানসেন

6)মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়?
A)দ্বিতীয় বাজীরাও
B)বালাজি বিশ্বনাথ
C)নানা ফড়নবিশ
D) মহাদজি সিন্ধিয়া

7)হিন্দুদের উপর থেকে জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন?
A)বাবর
B)আকবর
C)জাহাঙ্গীর
D)শাহজাহান

8)মুজফফরপুর খুনের (1908) সাথে কোন্ দুই বিপ্লবী জড়িত ছিলেন ?
A)বিনয় বসু, বাদল গুপ্ত
B)সূর্য সেন, লােকনাথ বল
C)দামােদর এবং বালকৃয় চাপের
D)প্রফুল্ল চাকী, ক্ষুদিরাম বসু

9)মুসলিম লিগ পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য প্রথম

ডাক দিয়েছিল কোন্ সালে?

A)1939 সালে
B)1940 সালে
C)1941 সালে
D)1942 সালে

10)ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির প্রধান কে ছিলেন?
A)জওহরলাল নেহরু
B)ড. রাজেন্দ্র প্রসাদ
C)ড. বি.আর. আম্বেদকর
D)কোনােটিই নয়

11)“আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি”-কে বলেছিলেন?
A)ফজলুল হক
B)লর্ড কার্জন
C)স্ট্যাফোর্ড ক্রিপস
D)লর্ড মাউন্টব্যাটেন

12)1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে কোন মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেন ?
A)সরােজিনী নাইডু
B)পদ্মজা নাইডু
C)এ্যানি বেসান্ত
D)প্রীতিলতা ওয়াদ্দেদার

13)শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেছিলেন?
A)অর্জুন দেব
B)গােবিন্দ সিং
C)হরগােবিন্দ
D)তেগ বাহাদুর

14)“কাশ্মীরের আকবর” কাকে বলা হয় ?
A)জয়নাল আবেদিন
B)হুসেন শাহ
C)বলবন
D)সুজাউদ্দৌলা

15)মন্টেগু চেমসফোর্ড সংস্কারে সুপারিশ করা হয়েছিল
A)দ্বৈতশাসন
B)প্রাদেশিক স্বায়ত্তশাসন
C)আংশিক স্বাধীনতা
D)পৃথক সাম্প্রদায়িক নির্বাচকমণ্ডলী

16)কোন সালে তিলক ‘কর দেব না’ অভিযান। করেছিলেন? [WBCS Preli’07]
A)1896 সালে
B)1898 সালে
C)1895 সালে
D)1899 সালে

17)সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন?
A)বি.আর. আম্বেদকর
B)গান্ধীজী
C)জয়প্রকাশ নারায়ণ
D)রাজনারায়ণ

18)ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতি ছিলেন ?
A)সুরেন্দ্রনাথ ব্যানার্জী
B)জি.এইচ. দেশমুখ
C)এ্যানি বেসান্ত
D)ডব্লিউ.সি. ব্যানার্জি

19)“হিন্দুস্থানের তােতাপাখি” কে?
A)আমির খসরু
B)মালিক মহম্মদ জয়সী
C)রায় ভনমল
D)পুরন্দর খান

20)এয়ােদশ শতকে কোন মুসলিম সেনাপতি বাংলা জয় করেন?
A)আফজল খান
B)ইকতিয়াবুদ্দিন বিন বখতিয়ার খলজি
C)চিঙ্গিজ খান
D)তেমুচিন

21)কোন্ চোল রাজা বাংলা জয় করেছিলেন?
A)রাজ রাজ
B)প্রথম রাজেন্দ্র চোল
C)দ্বিতীয় রাজেন্দ্র চোল
D)রাজাধিরাজ

22)কোন হিন্দু সন্ত হিন্দু-মুসলমান উভয়কেই শিষ্য করেছিলেন?
A)শ্রীচৈতন্য
B)রামানুজ
C) রবিদাস
D)নামদেব

23)মুঘল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে কে ছিলেন “জিন্দা পীর”?
A)ঔরঙ্গজেব
B)আকবর
C)বাবর
D)হুমায়ুন

24) স্বরাজ্য দলের উদ্দেশ্য ছিল—
A)সম্পূর্ণ স্বাধীনতার জন্য আন্দোলন
B)কংগ্রেসের কর্মসূচী বর্জন
C)আইন সভায় প্রবেশ করা এবং সরকারকে ভিতর থেকে আঘাত করা
D)চরমপন্থা অবলম্বন করা

25)ভারত সভার প্রতিষ্ঠাতা কে?
A)এ. ও. হিউম
B)রাজা রামমােহন রায়
C)ডব্লিউ.সি. ব্যানার্জী
D)এস.এন. ব্যানার্জি

26)বাংলার স্বাধীন সুলতানির পত্তন কে করেছিলেন?
A)ইলিয়াস শাহ
B)মুর্শিদকুলি খান
C)হুসেন শাহ
D)আলিবর্দি খান

27)কে প্রথম ফ্যাক্টরি আইন [1881] প্রবর্তন করেন?
A)লর্ড কার্জন
B)লর্ড ওয়েলেসলি
C)লর্ড কর্ণওয়ালিস
D)লর্ড রিপন

28)শকাব্দ কোন্ বছর শুরু হয়?
A)78 খ্রিস্টাব্দ
B)58 খ্রিস্টপূর্বাব্দ
C)273 খ্রিস্টপূর্বাব্দ
D)420 খ্রিস্টাব্দ

29)গান্ধীজীর কাছে অহিংসা ছিল—
A)কোনও উদ্দেশ্য অর্জনের একটি উপায়
B)একমাত্র উদ্দেশ্য
C)বিরােধীকে ঘাবড়ে দেওয়ার পন্থা
D)নিস্ক্রিয় প্রতিরােধ

30)মারাঠা পেশােয়াদের মধ্যে কে “হিন্দু-পাদ-পাদশাহী”-র আদর্শ অনুসরণ করেছিলেন?
A)প্রথম বাজিরাও
B)বালাজি বিশ্বনাথ
C)নারায়ণ রাও
D)মাধব রাও

31)ব্রাত্মসভার প্রথম সচিব কে ছিলেন?
A)চন্দ্রশেখর দেব
B)তারাচাদ চক্রবর্তী
C)প্রসন্নকুমার ঠাকুর
D)দ্বারকানাথ ঠাকুর

32)অ্যাংলাে-মহামেডান কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন?
A)সৈয়দ আহমেদ খান
B)নবাব সলিমুল্লাহ্
C)ফজলুল হক
D)মহম্মদ আলি জিন্না

33)  ইলিয়ট কাকে “সুলতানি আমলের আকবর বলেছিলেন?
A)ইলতুৎমিস
B)বলবন।
C)আলাউদ্দিন খিলজি
D)ফিরােজ তুঘলক

34)1878 সালের দেশীয় সংবাদপত্র আইন কে বাতিল করেন?
A)লর্ড রিপন
B)লর্ড লিটন
C)লর্ড কার্জন
D)লর্ড মিন্টো

35)জয় হিন্দ’ স্লোগান কে দিয়েছিলেন?
A)এম.কে. গান্ধী
B)জে.এল. নেহেরু
C)এস.সি. বােস
D)বি.জি. তিলক

36)ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল?
A)মহারাষ্ট্র
B)বাংলা
C)পাঞ্জাব
D)রাজস্থান

37)অসহযােগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয়?
A)ফেব্রুয়ারি 11, 1922
B)ফেব্রুয়ারি 20, 1922
C)ফেব্রুয়ারি 19, 1922
D)ফেব্রুয়ারি 28, 1922

38)সুলতানি যুগে প্রথম প্রকৃত রাজা’ কে ছিলেন?
A)কুতুবুদ্দিন
B)ইলতুৎমিস্
C)বলবন
D)আলাউদ্দিন

39)শিখ ধর্মের প্রবর্তক কে?
A)গােবিন্দ সিং
B)রামদাস
C)নানক
D)হরগােবিন্দ

40)নব্যবঙ্গ আন্দোলনের প্রেরণা কে ছিলেন?
A)মধূসূধন দত্ত
B)হেনরি ভিভিয়ান ডিরােজিও
C)কৃয়মােহন ব্যানার্জি
D)রামগােপাল ঘােষ

41)ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী গঠন কে করেছিলেন?
A)এম.এন. রায়
B)লালা হরদয়াল
C)রাসবিহারী বসু
D)সুভাষচন্দ্র বসু

42)বাংলার এশিয়াটিক সােসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন
A)উইলিয়াম জোন্স
B)ড্রিঙ্কওয়াটার বেথুন
C)ডেভিড হেয়ার
D)লর্ড রিপন

43)কে বলেছিলেন, “স্বরাজ আমার জন্মগত অধিকার?
A)বিপিনচন্দ্র পাল
B)বালগঙ্গাধর তিলক
C)লালা লাজপৎ রায়
D)জি.কে. গােখলে

44)শের শাহের সেনাপতি কে ছিলেন?
A)ব্ৰত্মজিৎ গৌড়
B)দিলির খান
C)শায়েস্তা খান
D)জয়সিংহ

45)ভারতে সর্বপ্রথম স্বর্ণমুদ্রা কোন শাসকরা চালু করেছিলেন?
A)শক
B)মৌর্য
C)গুপ্ত
D)কুষাণ

46)জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন
A)কার্জন
B)ক্যানিং
C)লরেন্স
D)ডাফরিন

47)কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল?
A)সুজা-উদ-দৌলা
B)ঔরঙ্গজেব
C)প্রথম বাহাদুর শাহ
D)দ্বিতীয় শাহ আলম

48)রামচরিত' কার রচনা?
A)বানভট্ট
B)কালিদাস
C)সন্ধ্যাকর নন্দী
D)তুলসীদাস

49)কনৌজে 1540 খ্রিষ্টাব্দে শেরশাহের কাছে পরাজিত হয়েছিলেন—
A)বাবর
B)আকবর
C)হুমায়ুন
D)জাহাঙ্গীর

50)সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
A)লর্ড হেস্টিংস
B)ওয়েলেসলি
C)ডালহৌসি
D)ক্যানিং

***************************************

1 - (B).     11 - (B).      21 - (B).     31 - (A).     41 - (C).
2 - (B).     12 - (A).      22 - (A).     32 - (A).     42 - (A). 
3 - (D).     13 - (B).      23 - (A).     33 - (D).     43 - (B).
4 - (C).     14 - (A).      24 - (C).     34 - (A).     44 - (A).
5 - (A).     15 - (A).      25 - (D).     35 - (C).     45 - (D). 
6 - (C).     16 - (A).      26 - (A).     36 - (A).     46 - (D).
7 - (B).     17 - (B).      27 - (D).     37 - (A)      47 - (D).
8 - (D).     18 - (D).      28 - (A).     38 - (B)       48 - (C).
9 - (B).     19 - (A).      29 - (A).     39 - (C)       49 - (C).
10 - (C).   20 - (B).      30 - (A).     40 - (B)       50 - (D).

______________________________________

       
          
           
         
     

Post a Comment

0 Comments