1)আমীর খসরু কার সভাকবি ছিলেন?
A)বলবন
B)আলাউদ্দিন খলজি
C)গিয়াসউদ্দিন তুঘলক
D)আকবর
2)বিক্রমশীলা বিহার কে স্থাপন করেছিলেন?
A)প্রথম মহীপাল
B)দেবপাল
C)শূরপাল
D)ধর্মপাল
3)বাহনী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
A)আলাউদ্দিন মুজাহিদ শাহ
B)আহমদ শাহ
C)আলাউদ্দিন বাহমান শাহ
D)তাজউদ্দিন ফিরােজ শাহ
4)চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন?
A)পুরু
B)আলেকজান্ডার
C)সেলুকাস
D)অম্ভি
5)বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
A)সিরাজ-উদ-দৌলা
B)মীরজাফর
C)মীরকাশিম
D)নজম-উদ-দৌলা
6)সিধু কোন্ বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন?
A)সন্ন্যাসী বিদ্রোহ
B)কোল বিদ্রোহ
C)মুণ্ডা বিদ্রোহ
D)সাঁওতাল বিদ্রোহ
7)নিম্নলিখিতদের মধ্যে কে নরমপন্থী ছিলেন না?
A)বিপিনচন্দ্র পাল
B)ফিরােজ শাহ মেহতা
C)সুরেন্দ্রনাথ ব্যানার্জি
D)গােপালকৃষ্ণ গােখলে
8)রাওলাট আইন কোন সালে পাশ হয়?
A)1916
B)1918
C)1919
D)1921
9)ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
A)সুচেতা কৃপালনী
B)সরােজিনী নাইডু
C)বিজয়লক্ষ্মী পন্ডিত
D)ইন্দিরা গান্ধী
10)‘অ্যাকাডেমিক অ্যাসােসিয়েশন’ কে প্রতিষ্ঠা, করেছিলেন?
A)রামমােহন রায়
B)ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C)ডিরােজিও
D)ঈশ্বরচন্দ্র গুপ্ত
11)ভারতীয় সিপাহী ও বিপ্লবীদের নিয়ে বিপ্লব সংঘটনের চেষ্টা 1913 সাল নাগাদ কে করেছিলেন?
A)বাঘাযতীন
B)শ্রীঅরবিন্দ ঘােষ
C)রাসবিহারী বােস
D)শচীন্দ্রনাথ সান্যাল
12)আমেরিকায় ‘গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন?
A)তারকনাথ দাস
B)হরদয়াল
C)রামচন্দ্র
D)কাজী ওবেদুল্লাহ
13)ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন?
A)গুরুসদয় দত্ত
B)বালগঙ্গাধর তিলক
C)দয়ানন্দ সরস্বতী
D)স্বামী বিবেকানন্দ
14)সীমান্ত গান্ধী’ কাকে বলা হয়?
A)আবুল কালাম আজাদ
B)আবদুল গফফর খান
C)মহম্মদ আলি জিন্না
D)মহম্মদ ইকবাল
15)আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজীর হাতে কে তুলে দিয়েছিলেন?
A)রাসবিহারী বােস
B)মােহন সিং
C)হরদয়াল
D)মহেন্দ্র প্রতাপ
16)ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে। ‘পূর্ণ স্বরাজ’ প্রস্তাবটি গৃহীত হয়েছিল ?
A)আমেদাবাদ
B)হরিপুরা
C)লাহাের
D)লখনৌ
17)শূলপাণি কোন্ যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন?
A)কুষাণ যুগ
B)গুপ্ত যুগ
C)পাল যুগ
D)সেন যুগ
18)নিম্নলিখিতদের মধ্যে কে সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন না?
A)মানিকচঁাদ
B)উমিচাঁদ
C)মােহনলাল
D)ক্লাইভ
19)ভারতে সিভিল সার্ভিস-এর প্রবর্তন করেছিলেন কে?
A)ওয়ারেন হেস্টিংস
B)কর্ণওয়ালিস
C)ডালহৌসি
D)রিপন
20)দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বােমা নিক্ষেপে ভগৎ সিংহের সঙ্গী কে ছিলেন?
A)চন্দ্রশেখর আজাদ
B)বাঘাযতীন
C)বটুকেশ্বর দত্ত
D)পরমাদ
21)চট্টগ্রামের পাহাড়তলিতে সাহেবদের ক্লাব আক্রমণের নেতা কে ছিলেন?
A)প্রীতিলতা ওয়াদ্দেদার
B)সূর্য সেন
C)অনন্ত সিংহ
D)লােকনাথ বল
22)কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গ্রহণ করেছিল?
A)1930
B)1929
C)1921
D)1916
23)স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
A)জওহরলাল নেহরু
B)রাজেন্দ্র প্রসাদ
C)রাজা গােপালাচারী
D)লর্ড মাউন্টব্যাটেন
24)গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেছিলেন?
A)গুরু অমরদাস
B)গুরু রামদাস
C)গুরু অঙ্গদ
D)গুরু নানক
25)সালে তেভাগা আন্দোলন কোথায়। ঘটেছিল?
A)বিহার
B)পাঞ্জাব
C)গুজরাট
D)বাংলা
26)কোন গভর্নর-জেনারেলের সময় প্রথম ইঙ্গ-ব্ৰত্ম যুদ্ধের সূচনা হয়?
A)জর্জ বার্লো
B)লর্ড হেস্টিংস
C)লর্ড মিন্টো
D)লর্ড আমহার্স্ট
27)কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয়?
A)1855
B)1856
C)1857
D)1858
28)সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন?
A)অশ্বঘােষ
B)নাগার্জুন
C)আর্যভট্ট
D)হরিসেন
29)শকাব্দের প্রচলন কে করেছিলেন?
A)বিম্বিসার
B)বিন্দুসার
C)অশােক
D)কণিষ্ক
30)কোন সাংবাদিক সর্বতােভাবে নীল বিদ্রোহকে সমর্থন সহায়তা করেছিলেন?
A)শিশিরকুমার ঘােষ
B)হরিশ মুখার্জি
C)বারীন্দ্র ঘােষ
D)বিপিনচন্দ্র পাল
31) “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় কে লিখেছিলেন?
A)দ্বিজেন্দ্রলাল রায়
B)হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
C)নবীনচন্দ্র সেন
D)রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
32)“আগামী পাশ বছর ভারতীয়দের একমাত্র উ পাস্য দেবতা হােক ভারতমাতা”– কে বলেছিলেন?
A)শ্রী অরবিন্দ ঘােষ
B)বালগঙ্গাধর তিলক
C)অশ্বিনীকুমার দত্ত
D)স্বামী বিবেকানন্দ
33) ইন্ডিয়ান অ্যাসােসিয়েশন’ কে স্থাপনা করেন?
A)সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
B)বিপিনচন্দ্র পাল
C)বারীন্দ্র ঘােষ
D)উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
34)যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
A)বারীন্দ্র ঘােষ
B)বিপিনচন্দ্র পাল
C)যতীন্দ্রনাথ মুখােপাধ্যায়
D)উল্লাসকর দত্ত
35)“বাংলার ঘরে যত ভাই বােন এক হউক, হে। ভগবান”– কে বলেছিলেন?
A)রজনীকান্ত সেন
B)মুকুন্দ দাস
C)রবীন্দ্রনাথ ঠাকুর
D)দ্বিজেন্দ্রলাল রায়
36)ভারতের মুসলিম লিগ কে প্রতিষ্ঠা করেন ?
A)নবাব সলিমুল্লাহ
B)সৈয়দ আহমদ খান
C)আব্দুল গফফর খান
D)আর.এ. কিদোয়াই
37)আধুনিক ভারতের জনক’ কাকে বলা হয়?
A)রামমােহন রায়
B)জওহরলাল নেহরু
C)মহাত্মা গান্ধী
D)উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
38)বন্দেমাতরম্' কে রচনা করেছিলেন?
A)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B)রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
C)রবীন্দ্রনাথ ঠাকুর
D)রজনীকান্ত সেন
39)ভারতীয় জাতীয় কংগ্রেসকে কে একটি সেফটি ভাভ’ হিসেবে দেখতে চেয়েছিলেন?
A)এ.ও. হিউম
B)লর্ড লিটন
C)উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
D)সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
40)জাতীয় মেলা’ কে প্রতিষ্ঠা করেন?
A)রাজনারায়ণ বসু
B)নবগােপাল মিত্র
C)জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
D)অক্ষয়কুমার দত্ত
41)‘অনুশীলন সমিতি’ কে প্রতিষ্ঠা করেন?
A)সতীশচন্দ্র বসু
B)পি মিত্র
C)অরবিন্দ ঘােষ
D)ভূপেন্দ্রনাথ দত্ত
42)ঊনিশ শতকে ভারতীয় মুসলিমদের পুনর্জাগরণ কে ঘটিয়েছিলেন?
A)সৈয়দ আহমেদ খান
B)নবাব সলিমুল্লাহ
C)বাদশা খান
D)আবুল কালাম আজাদ
43)আলিপুর বােমার মামলায় অরবিন্দ ঘােষকে কে আইনি সমর্থন করেছিলেন?
A)উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
B)সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
C)বিপিনচন্দ্র পাল
D)চিত্তরঞ্জন দাশ
44)বান্ধব সমিতি’ কে প্রতিষ্ঠা করেন?
A)অশ্বিনীকুমার দত্ত
B)পুলিন দাস
C) সূর্য সেন
D)বারীন্দ্র ঘােষ
45)চিরস্থায়ী ব্যবস্থা নিম্নলিখিত ব্যবস্থার বৈশিষ্ট্য :
A)জমিদারি ব্যবস্থা
B)মহলওয়ারী ব্যবস্থা
C)রায়তওয়ারী ব্যবস্থা
D)উপরের কোনটিই নয়
46)দ্বিতীয় পঞবার্ষিক পরিকল্পনায় পরিকল্পনা কৌশলের গ্রহণের সঙ্গে কার নাম যুক্ত?
A)মহাত্মা গান্ধী
B)জওহরলাল নেহরু
C)প্রশান্দ্র মহলানবীশ
D)বি.আর. শেনয়
47)দিল্লি সুলতানীর একজন বিখ্যাত কবির নাম করুন যাকে হিন্দুস্থানের তােতাপাখি বলা হত?
A)জিয়াউদ্দীন বারাণী
B)উৎবি
C)অলবিরুণি
D)আমির খসরু
48)একজন বিপ্লবীর নাম কর যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন?
A)অনাথবন্ধু পাঁজা
B)মৃগেন দত্ত
C)বিনয় বসু
D)প্রফুল্ল চাকী
49)তরাইনের যুদ্ধ মহম্মদ ঘাের এবং নিম্নলিখিত কার মধ্যে হয়েছিল?
A)রাণা সঙ্গ
B)রাণা প্রতাপ
C)পৃথ্বীরাজ চৌহান
D)রাণা হাম্বীরদেব
50)মাতৃভাষায় সংবাদপত্র আইন কে জারি করেন?
A)লর্ড লিটন
B)লর্ড ডালহৌসী
C)লর্ড ওয়েলেসলী
D)লর্ড কার্জন
***************************************
1 - (B). 11 - (C). 21 - (B). 31 - (D). 41 - (A).
2 - (D). 12 - (B). 22 - (B). 32 - (D). 42 - (A).
3 - (C). 13 - (A). 23 - (D). 33 - (A). 43 - (D).
4 - (C). 14 - (B). 24 - (C). 34 - (A). 44 - (A).
5 - (C). 15 - (A). 25 - (D). 35 - (C). 45 - (A).
6 - (D). 16 - (C). 26 - (D). 36 - (A). 46 - (C).
7 - (A). 17 - (D). 27 - (C). 37 - (A) 47 - (D).
8 - (C). 18 - (C). 28 - (D). 38 - (A) 48 - (C).
9 - (B). 19 - (B). 29 - (D). 39 - (A) 49 - (C).
10 - (C). 20 - (C). 30 - (B). 40 - (A). 50 - (A).
______________________________________
0 Comments
Thanks you ❤️